স্পোর্টস ডেস্ক ॥ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তিনি। প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির অপেক্ষায় আছেন এই তারকা ব্যাটার।
বাংলাদেশ দিনের শুরুতে ওপেনিং জুটিতে পায় ৫২ রানের বড় শুরু। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় সিলেট টেস্টের ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দেন। তবে সেট হয়েও কেউই পঞ্চাশ পেরোতে পারেননি। ম্যাকব্রাইনের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাদমান ৩৫ রানে এলবিডব্লিউ হন। রিভিউতে সিদ্ধান্ত পরিবর্তন হলে ভাঙে জুটি।
জয়ও বড় ইনিংস গড়ার চেষ্টা করলেও চাপে পড়ে আক্রমণাত্মক শটে ধরা পড়েন। ৩৪ রানে তার ক্যাচ নেন বদলি ফিল্ডার ম্যাককার্থি। এরপর অধিনায়ক শান্ত ছক্কা মেরে বাঁধা কাটালেও ম্যাকব্রাইনের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ফেরেন। দল তখন ৯৫ রানে তিন উইকেটে চাপে।
এই চাপ সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। নির্ভরযোগ্য জুটি গড়ে তারা দলের সংগ্রহ তিন অঙ্ক ছাড়িয়ে নিয়ে যান। ১০৭ রানের জুটি শেষে মুমিনুল ৬৩ রানে আউট হলেও মুশফিক লড়ে যান দারুণ আত্মবিশ্বাসে। টেকনিক, ধৈর্য ও শট নির্বাচন—সব দিকেই ছাপ রাখেন তিনি।
শেষ বিকেলে লিটন দাসকে নিয়ে ইনিংসটি আরও গুছিয়ে নিতে থাকেন মুশফিক। লিটন ৪৭ রানে অপরাজিত আছেন, তারও হাফসেঞ্চুরি বাকি মাত্র ৩ রান।
প্রথম দিনে বাংলাদেশের পারফরম্যান্সে সবচেয়ে উজ্জ্বল দিক হলো মুশফিকের দায়িত্বশীলতা ও অভিজ্ঞতার ছাপ। তার অপরাজিত ৯৯ রানে ভর করেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ।
