ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরিশালে বিভাগীয় নতুন কমিশনারের উপস্থিতিতে জেলা কর্মকর্তাদের সভা

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১৯, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা সকাল ১১টায় শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। জেলা প্রশাসক খায়রুল আলম সুমন সভার সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং জেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।

সভা শুরু হয় পরিচিতি পর্ব দিয়ে। এরপর জেলা ও বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অতিথিরা সংক্ষিপ্ত আলোচনায় বরিশাল জেলায় উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা নিয়ে মতামত জানান।

এরপর দুপুর ১২টায় জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় ও সমন্বয় সভার মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগত ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।