ডেস্ক রিপোর্ট ॥ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী জেলা, বলে নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস)। হঠাৎ কম্পন শুরু হলে ঢাকার বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড স্থায়ী ভূকম্পনে অনেক বাসা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে থাকা লোকজন দৌড়ে বাইরে বেরিয়ে আসে।
রাজধানীর পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, বিভিন্ন ভবনের সিঁড়ি ও খোলা জায়গায় মানুষের ভিড় লেগে যায়। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও কোথাও কোথাও দেয়ালে ফাটল দেখা গেছে।
এ ভূমিকম্পের প্রভাব সীমান্ত ছাড়িয়ে পৌঁছে যায় প্রতিবেশী ভারতেও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, পশ্চিমবঙ্গের কলকাতা, নদিয়া, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। আকস্মিক ভূমিকম্পে সেখানেও মানুষ ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে।
বাংলাদেশ ও ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলেন, এই মাত্রার ভূমিকম্পে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হলেও ভবন কাঠামোর দুর্বলতা থাকলে ঝুঁকি তৈরি হতে পারে।
