ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সদস্য আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন করা হচ্ছে না, তবে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) এক ফোনালাপে নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের জন্য ব্যালট পাঠানোর প্রক্রিয়া অনেক আগেই শুরু হওয়ায় সেখানে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়। তাই বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট আগের কাঠামোতেই থাকবে।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালট এখনও ছাপানো হয়নি উল্লেখ করে তিনি জানান, সেখানে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে ভোটারদের জন্য ব্যালট আরও স্পষ্ট ও সহজ হবে বলে মনে করছে কমিশন।
গণভোট প্রসঙ্গে ইসি মাছউদ আগেই জানিয়েছেন, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা বাধ্যতামূলক এবং এটি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, আসন্ন গণভোটে কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট প্রার্থী অংশ নিচ্ছে না। তবুও সরকার ও বিভিন্ন রাজনৈতিক পক্ষ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এ গণভোটের জন্য আলাদা আচরণবিধি না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
১২ ফেব্রুয়ারি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। একটি ব্যালটে ভোটাররা সংসদ নির্বাচনের প্রার্থী ও প্রতীকে ভোট দেবেন, আর পৃথক ব্যালটে চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। নির্বাচন পরিচালনায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
