ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসিতে আপিল শুনানির অষ্টম দিন, কাল শেষ হচ্ছে কার্যক্রম

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৭, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে আজ। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের এ শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হচ্ছে। আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন হিসেবে নির্ধারিত রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের সামনে ৪৩টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করে। একই সঙ্গে ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়। এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল আবেদনও খারিজ করে দেওয়া হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৪টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়কাল নির্ধারিত রয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তারা আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।