আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ক্ষমতায় কে বসবে তা অনেকটাই নির্ভর করে দেশটির সেনাবাহিনীর ওপর। বিষয়টি এবার আরও জোরালো করলেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, এমনকি তার সরকারও সামরিক বাহিনীর সমর্থন ছাড়া চলতে পারেনি।
শাহবাজ শরিফের বক্তব্য অভ্যুত্থানপ্রবণ দেশের রাজনীতিতে সেনাবাহিনীর মূল ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় পূর্বসূরি ইমরান খানকে হাইব্রিড শাসন চালানোর জন্য সমালোচনা করতেন শাহবাজ। কিন্তু ক্ষমতায় আসার পর তিনিও একই পথে হেঁটেছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের জিও নিউজে সম্প্রচারিত এক সাক্ষাত্কারের উপস্থাপক পাকিস্তানকে বিশ্বের হাইব্রিড শাসনের সবচেয়ে বিশিষ্ট উদাহরণের মধ্যে একটি বলে উল্লেখ করেন। তখন শাহবাজ বলেন, ইমরান খান প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ওপর খুব বেশি নির্ভর করেছিলেন।
তিনি আরও বলেন, ‘জনাব ইমরান খান তার শাসনামলে সামরিক সমর্থনও পেয়েছিলেন। অন্যদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তার সরকার বিভিন্ন উপাদানের সংমিশ্রণ ছিল। প্রতিটি সরকারেরই সামরিক বাহিনীসহ গুরুত্বপূর্ণ খাত থেকে সমর্থন প্রয়োজন।’
১৯৪৭ সালে দেশভাগের পর থেকে বেশিরভাগ সময়ই পাকিস্তান শাসন করে আসছে দেশটির সামরিক বাহিনী। বাকি সময় পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়ে আসছে।
যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বারবার বলেছে যে তারা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, তবে রাষ্ট্রের বিষয়ে তার প্রভাব এখনও স্পষ্ট।
সূত্র: ইত্তেফাক