ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আগামীকাল ববি’র বঙ্গমাতা হল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ১৩, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (চতুর্থ আবাসিক ছাত্রী হল) উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয় ট্রেজারার দপ্তর সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে কোঅরডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের কাজ সম্পন্ন হয়। এতে ডাবলিং করে প্রায় ছয় শত ছাত্রী থাকতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর মায়ের নামে ছাত্রী হলটি “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” উদ্বোধন করবেন আগামীকাল। পুরো বিশ্ববিদ্যালয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” হলটির উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্রীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক বদরুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।