নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সিজিপিএ অর্জনের জায়গা নয়। এখানে যে যে বিষয়ে পড়াশোনা করবে তাকে সে বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পড়াশোনা করতে হবে, যাতে করে তাদের গবেষণা দেশের জন্য খোরাক হিসেবে কাজ করে ।
মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত Unleashing the Career Insights for Economics Graduates শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিলআফরোজ খানম।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রিফাত ফেরদাউসের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন এসিডিআই/ভিওসিএ এর মনিটরিং, ইভালুয়েশন এন্ড লার্নিং টিম লিডার অপূর্ব কুমার দত্ত। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অপূর্ব রায়ের সঞ্চালনায় সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।