নিজস্ব প্রতিবেদক: বরিশালে ইয়াবা সেবনকালে ১ ইউপি সদস্য সহ ৫ জনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের বাসীন্দা মৃত ফরিদ হাওলাদারের ছেলে রমিজ হাওলাদার’কে সোমবার রাত ১১টার দিকে জাগুয়া পাঁচগাও বাজার সংলগ্ন স্থান থেকে ইয়াবা সেবন কালে কোতয়ালী থানা পুলিশের একটি টিমের অভিযানে আটক করা হয়। এই দুজনকে রাজনৈতিক একটি মামলায় আটক দেখানো হয়েছে বলে জানাগেছে। এসময় ইয়াবা সেবনের সন্দেহে পুলিশ এই দুজনের সাথে সন্দেহজনক বাভে আরো ৩জনকে আটক করেন। যাদের মধ্যে ১জনকে ৫ হাজার, ১জনকে ২হাজার, ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।