ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা সমাবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥
আমাদের দেশ সুন্দর-সফল করতে গেলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুপ্তপূর্ন
-বরিশালে আনসার উপ মহাপরিচালক সাইফুল্লাহ রাসেল-
আমাদের দেশ সুন্দর-সফল করতে গেলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুপ্তপূর্ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের উপ মহাপরিচালক (অপারেশন্স) মোঃ সাইফুল্লাহ রাসেল। বরিশাল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সোমবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী যে দূর্গা পূজা ছিলো সেই দায়িত্ব কিন্তু আনসার সদস্যরা অত্যন্ত সুন্দরভাবে পালন করেছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু আমরা সেই পূজা উদযাপন করেছি। তাই আমাদের দেশ সুন্দর-সফল করতে গেলে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুপ্তপূর্ন।
এসময় তিনি আরো বলেন, আমাদের ৯০ দশকের ভার্সিটি জীবনে মাগরীবের সময় বাসায় ঢুকতাম, আজকাল শহর এলাকায় মধ্যরাত পর্যন্ত ছেলেরা বাহিরে ঘুরে বেড়ায়। সে মোবাইল ফোনে কি করে আমরা জানি না। বিশ্ব তার কাছে উন্মুক্ত, সেই উন্মুক্ত দ্বার যাতে সঠিক উপায়ে ব্যবহার করতে পারে সেদিকে নজর দিতে হবে। আমাদের সন্তানেরা যাতে আমাদের যোগ্য উত্তরসূরী হতে পারে তার দায়িত্ব কিন্তু আমাদের।
আমরা আনসার ভিডিপি বা সাধারণ আনসাররা দেশের বিভিন্ন দূর্যোগে দেশের জনগণকে সহায়তা করে থাকি। সম্প্রতি কুমিল্লার বন্যা শেষে ক্ষতিগ্রস্থ বসতঘরগুলো নির্মানে কাজ করেছি, এছাড়াও পার্বত্য অঞ্চলে গুরুপ্তসহকারে সক্রিয়ভাবে কাজ আসছি।
তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে হলে সব জায়গায় দরকার নিরাপত্তা ও উন্নয়ন। আমাদের মহাপরিচালকের নেতৃত্বে আমরা সারাদেশে কমিউিনিটি এলার্ট মেকানিজম নিয়ে কাজ করে যাচ্ছি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গণী এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, ২২ আনসার ব্যাটালিয়ন পটুয়াখালীর পরিচালক সদন চাকমা। এ সময় স্বাগত বক্তব্যে রাখেন আনসার ও ভিডিপি’র বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি।
সমাবেশে বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। এর পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।
সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০ কে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠিত সমাবেশে আনসার ও ভিডিপির ৩’শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।