হিজলা প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের হিজলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসে পুরো সমাবেশস্থল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হিজলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাজিব আহসান। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, “খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তিনি দেশের মানুষের ভোটের অধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগকে বুকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। তিনি বলেন, দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়েই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।
শোকসভায় উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পাশাপাশি বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শোকসভা শেষে নেতাকর্মীদের চোখে-মুখে গভীর বেদনা ও ভালোবাসার ছাপ স্পষ্ট হয়ে ওঠে।
