গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে পুলিশের অভিযানে ছেলেকে না পেয়ে বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি বৃদ্ধ বাবাকে আটক করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে সাদ্দাম বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
আটক হওয়া ব্যক্তি শাহজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি। পাশাপাশি তিনি গত তিন দশক ধরে ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি।
ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল সাদ্দাম বাজারে মুদি দোকানি শামীম হাওলাদারকে গ্রেপ্তার করতে আসে। তবে শামীমকে সেখানে না পেয়ে তার বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
শাহজাহান হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার বলেন, “আমার বাবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তিনি শুধু ব্যবসায়ী কমিটির দায়িত্ব পালন করেন। আমার ভাই শামীম যুবলীগের সমর্থক ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই।” তিনি অভিযোগ করেন, “আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পরিবারের সঙ্গে অন্যায় আচরণ করেছে।”
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে সাদ্দাম বাজারের প্রায় সব দোকান বন্ধ রাখা হয়। ব্যবসায়ীরা জানান, তারা পুলিশের এ ধরনের আচরণে ক্ষুব্ধ এবং দ্রুত সমস্যার সমাধান চান।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, “আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছেন, নিরপরাধ ব্যক্তিকে আটক করে হয়রানি করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
