ডেস্ক রিপোর্ট ॥ সীমিত মানবসম্পদ ও কার্যক্রমগত চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের নাগরিকদের জন্য ব্যবসায়িক ভিসা ও জরুরি ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৯ নভেম্বর) বারিধারায় ভারতীয় হাইকমিশনের প্রাঙ্গণে ‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “যদিও হাইকমিশনে কর্মী সীমিত, তবুও আমরা প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছি। বিশেষ করে বিজনেস ভিসা পুনরায় চালু করা হয়েছে।”
প্রণয় ভার্মা জানান, সাময়িকভাবে কয়েকটি আবেদন কেন্দ্র বন্ধ থাকায় আবেদনকারীরা ভোগান্তিতে পড়েছিলেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। জরুরি প্রয়োজনীয় ভিসা আবেদনগুলো দ্রুততম সময়ে প্রক্রিয়া করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যবসায়িক ভিসা আবেদনকারীরা চাইলে হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল খাতের উদ্যোক্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা গ্রহণে যে জটিলতা ও সময়ক্ষেপণের মুখোমুখি হতে হচ্ছে, তা দ্রুত সমাধানের অনুরোধ জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন আরও সহজ করার দাবি তোলেন তারা।
ভারতের আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী CPhI–PMEC India 2025 সামনে রেখে আয়োজন করা হয় এই ‘ফার্মা কানেক্ট’। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি কোম্পানি অংশ নেবে। দুই দেশের ওষুধ শিল্পের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে জানান উপস্থিত বিশেষজ্ঞরা।
হাইকমিশনার বলেন, “আমরা চাই বাংলাদেশি ব্যবসায়ীরা আরও সহজে ভারতে যাতায়াত করুন। দুই দেশের সম্পর্ক যত শক্তিশালী হবে, বাণিজ্য তত বিস্তৃত হবে।”
