ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানী হামলায় মৃত্যু তেইশ তালেবান যোদ্ধার

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তান সেনাবাহিনী ও আফগান তালেবান বাহিনীর মধ্যে টানা দুই দিনের সংঘর্ষে আফগানিস্তানের কমপক্ষে ২৩ জন তালেবান সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করেছে। সংঘর্ষটি ঘটে বেলুচিস্তানের চামান সীমান্তের জামান সেক্টরে, যেখানে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে আফগান তালেবান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে পাকিস্তানি সীমান্তরক্ষীদের লক্ষ করে গুলি চালায়। পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা আক্রমণে নামে। প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। উত্তেজনা বাড়তে থাকলে পাকিস্তান সেনারা রকেট লঞ্চার, কামান ও ভারী অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান সেনাবাহিনীর হামলায় আফগান তালেবানদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সূত্রের দাবি, পাকিস্তান সেনারা সাধারণ মানুষের ক্ষতি এড়াতে লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করেছে। তবে তালেবান যোদ্ধারা পরে জনবহুল এলাকায় আশ্রয় নিয়ে সেখান থেকেও পাল্টা গুলি ছোড়ে। এর পর সেই এলাকাতেও পাকিস্তান পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে।

এ পর্যন্ত কোনো বেসামরিক হতাহতের তথ্য পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে। আফগান তালেবানও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ দুই দেশের ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।