ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট ফ্লাইটেই বিধ্বস্ত রুশ সামরিক বিমান, নিহত ৭

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ রাশিয়ার ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর মালবাহী বিমান এএন-২২ বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তা মেরামত করা হয় এবং পরবর্তী ধাপে পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হচ্ছিল। কিন্তু টেক অফের অল্প সময়ের মধ্যেই উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারায়।

মন্ত্রণালয় আরও জানায়, বিমানটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইভানোভো জেলার আকাশসীমা অতিক্রমের সময় ইঞ্জিনে পুনরায় ত্রুটি দেখা দেয়। নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থ হয়ে সেটি একটি জনশূন্য স্থানে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানে থাকা ৭ জনের কেউই বেঁচে যাননি।

ইভানোভো মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। দুর্ঘটনাস্থল এলাকায় জনবসতি না থাকায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসাবশেষ সংগ্রহে ঘটনাস্থলে সামরিক উদ্ধারকারী দল কাজ করছে।

বিধ্বস্তের কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা ব্ল্যাকবক্স অনুসন্ধানসহ প্রমাণ সংগ্রহ করছে। রুশ রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, প্রাথমিক তদন্তে টেকনিক্যাল ব্যর্থতাকেই মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: তাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।