ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উত্তর-পূর্ব জাপানে আবারও কম্পন, নতুন সুনামির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১২, ২০২৫ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, ফলে পুরো অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি সকালবেলা অনুভূত হয়। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ৫ বলা হলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ নিশ্চিত করা হয়।

এর আগে মাত্র কয়েক দিন আগেই একই এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, যাতে অন্তত ৫০ জন আহত হয়। ধারাবাহিক এই ভূমিকম্প অঞ্চলটির ভূত্বক অস্থিতিশীলতার দিকটি আরও স্পষ্ট করে তুলছে বলে ধারণা বিশ্লেষকদের।

নতুন ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলোতে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে এবং জনগণকে উচ্চভূমিতে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাপানের ভূমিকম্পপ্রবণতার কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করেন দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে। যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রায় নিত্যদিনের ঘটনা।

২০১১ সালের ধ্বংসাত্মক তোহোকু ভূমিকম্প এবং সুনামি এখনও জাপানের ইতিহাসে শোকের প্রতীক। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্পে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটে এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক চুল্লিতে গলে যায় কয়েকটি রিয়্যাক্টর, যার ফলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক কম্পন সেই ভয়াবহ ঘটনার স্মৃতি নতুন করে উসকে দিয়েছে এবং দেশজুড়ে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।