ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

পাথরঘাটায় বিষধর বার্মিজ পাইথন উদ্ধার করে খেলার মাঠে অবমুক্ত ! এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ৯, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বার্মিজ পাইথন নামের সাড়ে ৩ ফুট লম্বা একটি বিষাক্ত সাপ উদ্ধার করে পাথরঘাটা পৌরসভা শেখ রাসেল মিনি স্টোডিয়াম সংলগ্ন এলাকায় অবমুক্ত করে বনবিভাগ কতৃপক্ষ। এতে স্টেডিয়াম মাঠে খেলতে আসা শিশু কিশোর ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।‌ সোমবার দুপুর ২ টার দিকে পাথরঘাটা সদর ভিটের সদস্যরা সাপটি অবমুক্ত করে।

এর আগে রোববার সকাল ৭টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার খলিলুর রহমানের ছেলে সাইফুল ইসলামের বাড়ির পুকুর পাড় থেকে সাপটি উদ্ধার করে টাইগার টিমের টিম লিডার জাকির হোসেন মুন্সি।

স্থানীয়রা অভিযোগ করে জানান, বনবিভাগের লোকজন যেখানে সাপটি অবমুক্ত করেছে তার পাশেই রয়েছে খেলার ও বেশ অর্ধশত বসত ঘর। শিশু কিশোররা বড় মাঠের বাইরের ঐ চরে প্রায় সময় ফুটবল খেলে।

স্থানীয় ফারুক আকন জানান পাথরঘাটা স্টেডিয়াম মাঠে বর্তমানে ফুটবল খেলার ম্যাচ চলছে। এখানে কোন গ্যালারি না থাকায় নদীর চর সহ মাঠ ঘিরে দাঁড়িয়ে দর্শকরা খেলা উপভোগ করে। এর পাশেই বনবিভাগের বিষাক্ত সাপটি অবমুক্ত করা ঠিক হয়নি। এতে দর্শক ও খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক বিরাজ করবে।

সরেজমিন গিয়ে দেখা যায় সাপটি অবমুক্ত করার বিশ গজের মধ্যেই পাথরঘাটা স্টেডিয়াম মাঠ। এ মাঠে নতুন ঘাস রোপন করায় মাঠের বাইরের চরে ১৫ থেকে ১৬ জন শিশু কিশোর ফুটবল খেলছে। এরা সাপ অবমুক্ত করার খবর জানেনা । এ খবর শুনেই তারা আতঙ্কিত হয়ে পরে। এসময় রনি মোহাম্মদ রনি নামে এক কিশোর আতঙ্কিত হয়ে জানান একটু আগেই সাপটি অবমুক্ত করার জায়গা থেকে মেজবাহ বল কুড়িয়ে নিয়ে এসেছে। মাঠে খেলতে আসা শিশু কিশোররা জানান, এখান থেকে সাপটি অতিশীঘ্রই উদ্ধার করে অন্য কোন গহীন বনে অবমুক্ত করা হোক।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা মো: আল আমিন জানান, ঐ চর থেকে সুযোগ পেলেই অসাধুরা কেওড়া ফল ও গাছ কাটে। সেজন্য তাদের আতঙ্কিত করতে উদ্ধার করা একটি বার্মিজ পাইথন সাপ এখানে অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।