ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে সেনাবাহিনীর আমন্ত্রণ, কাল যাবেন সেনাকুঞ্জে

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২০, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন। দলীয় মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। এর আগে ২০০৯ সালে তিনি শেষবারের মতো সেনাকুঞ্জের ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ মঙ্গলবার (১৯ নভেম্বর) খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায়। এরপর সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

খালেদা জিয়ার উপস্থিতি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করছে। বিশেষ করে বিএনপি নেত্রীর রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর এই অংশগ্রহণ এক নতুন আলোচনা তৈরি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।