ডেস্ক রিপোর্ট ॥ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে সারা দেশে অনুভূত ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও একজন মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন জানান, রেলিং ভেঙে নিচে পড়ে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের সূত্র জানায়, নিহতদের একজন শিশু এবং আরেকজন ওই মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী রাফিউল।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ভেঙে পড়া রেলিংয়ের নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় দুমড়ে-মুচড়ে থাকা দেহ উদ্ধার করছেন আশপাশের লোকজন। একজনের মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭। ভূমিকম্পটি মধ্যম মাত্রার হলেও ঘনবসতিপূর্ণ ও নড়বড়ে ভবন এলাকায় এর প্রভাব মারাত্মক হয়।
ঢাকার বাইরে গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, জামালপুর, যশোর, রংপুর, কুমিল্লা, বাগেরহাটসহ বহু জেলায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে বলে সময় সংবাদরের প্রতিনিধিরা জানিয়েছেন।
এ ভূমিকম্প ভারত ও পাকিস্তানেও অনুভূত হয়েছে। এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভবনগুলো দুলে ওঠে।
ঢাকার বাসিন্দা আফরোজা খানম লাকি ও সুশান্ত দাস জানান, ভবন দুলতে থাকা এবং বৈদ্যুতিক খুঁটি নড়তে দেখে তাঁরা আতঙ্কে ভবন ছেড়ে নেমে আসেন।
কর্তৃপক্ষ ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নে বিশেষ জরুরি টিম পাঠিয়েছে।
