ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আধুনিক নিরাপত্তায় বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ দেশের আর্থিক সুরক্ষা জোরদার এবং জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে। আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে নোটটি প্রচলনে আসবে। ইতিমধ্যে ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এ বিষয়ে বিস্তারিত বৈশিষ্ট্য ও নিরাপত্তা উপকরণ প্রকাশ করেছে।

নতুন সিরিজের নোটগুলোকে ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক থিমে সাজানো হয়েছে। এর অংশ হিসেবে ৫০০ টাকার নোটের সম্মুখভাগে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি যুক্ত হয়েছে, ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা। পেছনের অংশে সংযোজন করা হয়েছে দেশের উচ্চ আদালত—বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্থাপত্য।

এ নোটের আকার ১৫২ মিমি × ৬৫ মিমি এবং এতে সবুজ রঙের আধিক্য রাখা হয়েছে। নোটটিতে ব্যবহৃত হয়েছে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য, যেগুলো দেশের ব্যাংকনোট প্রযুক্তির নতুন মান স্থাপন করবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো রঙ পরিবর্তনশীল ‘500’ মূল্যমান, যা নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিণত হয়। আলোতে ধরলে ভেতরে ‘৫০০’ লেখা বেরিয়ে আসে।

পাশাপাশি রয়েছে উন্নত পেঁচানো নিরাপত্তা সুতা—লাল ও স্বর্ণালী বারের সমন্বয়ে তৈরি। নোটটি নাড়ালে লাল অংশ সবুজ হয়ে যায় এবং স্বর্ণালী বার হয়ে ওঠে রঙধনু–আভাময়। আলোর বিপরীতে ধরলে দেখা যায় ‘৫০০ টাকা’ লেখা সুস্পষ্ট নিরাপত্তা সীমা।

দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধায় যুক্ত করা হয়েছে ৫টি উঁচু বিন্দু। ইন্টাগ্লিও কালিতে তোলা শহীদ মিনার, মূল্যমান, প্রতিশ্রুত বাক্য এবং সুপ্রীম কোর্টের ছবি স্পর্শে খসখসে অনুভব করা যাবে। নোটের বিভিন্ন অংশে রয়েছে Microprint—যা কেবল Magnifying Glass দিয়ে পড়া যায়।

নোটটিতে রয়েছে UV fluorescence ink–এ মুদ্রিত শাপলার ব্যাকগ্রাউন্ড, যা UV detector–এ জ্বলে ওঠে। কাগজের ভেতরে লাল, নীল, সবুজ ফাইবার নোটটিকে আরও নিরাপদ করে। পাশাপাশি উভয় পৃষ্ঠে UV curing varnish ব্যবহার করায় নোটটি আভা–সমৃদ্ধ ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব পাবে।

এছাড়াও জলছাপে সংযোজন করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘500’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। আলোর বিপরীতে ধরলে See Through image হিসেবে ‘৫০০’ স্পষ্ট হয়।

নতুন নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু হবে, পরে অন্যান্য শাখায় পাঠানো হবে। তবে পুরনো সব নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। মুদ্রা সংগ্রাহকদের জন্য আলাদা Specimen নোটও পাওয়া যাবে টাকার জাদুঘর, মিরপুরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।