ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৭, ২০২৫ ৫:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে হওয়া এই কম্পনে আশপাশের বিস্তৃত অঞ্চলে কাঁপন সৃষ্টি হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির এপিসেন্টার ছিল আলাস্কার জুনেউ থেকে ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। এপিসেন্টারের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা ভূমিকম্পের শক্তি বাড়িয়ে দেয়।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই এবং সতর্কতা জারি করা হয়নি।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের হোয়াইটহর্স শাখার কর্মকর্তা ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, “ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী এবং বহু মানুষ সেটি স্পষ্টভাবে অনুভব করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ কম্পন অনুভবের কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।”

আলাস্কা ও ইউকন অঞ্চলের বেশিরভাগ এলাকা জনবসতিহীন হওয়ায় প্রকৃত অবস্থা জানতে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি নজরে রাখছে। বিশ্লেষকরা বলছেন, ভূমিকম্পটি শক্তিশালী হলেও ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলের ভূগঠনের কারণে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।

স্থানীয় কর্তৃপক্ষ নাগরিকদের স্বাভাবিক সতর্কতা বজায় রাখতে অনুরোধ করেছে। ভূমিকম্পের ঘটনায় আলাস্কা ও ইউকনে সাময়িক উদ্বেগ ছড়িয়ে পড়লেও বড় কোনো বিপর্যয় না ঘটায় স্বস্তি ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।