ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২৯, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে মঙ্গলবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হিরা মাঝি কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির ছেলে। সে (হিরা) পুরো দক্ষিণাঞ্চলের মাদকের গড ফাদার হিসেবে এলাকায় পরিচিত।

মামলার বাদী গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ওসি মো. আফজাল হোসেনের নির্দেশনায় কটকস্থল এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় হিরা মাঝিকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।

ওইদিন দুপুরেই গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।