নিজস্ব প্রতিবেদক: বরিশাল বাকেরগঞ্জের উত্তর গোবিন্দপুর গ্রামে স্কুলের ম্যানেজিং কমিটিকে কেন্দ্র করে মোঃ ইব্রাহিম খান (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ইব্রাহিম খান উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মান্নান খানের ছেলে। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত সুত্র জানা গেছে পাঁচ নং দুর্গা পাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ মোতালেব খানের সাথে বিরোধ চলে আসছে। ইব্রাহীম খান বর্তমান সভাপতি আনসার উদ্দিন খানের পক্ষ নেওয়ায় প্রতিপক্ষ মোতালব খান ক্ষিপ্ত হয়।
আর এই শত্রুতার জেরে গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে জিরাইল মহিলা মাদ্রাসার পূর্ব পাশ থেকে বাড়ি আসার পথে পূর্ব পরিকল্পিতভাবে মোতালেব খান, আনোয়ার, আসলাম, কবির, কামরুল, হাসান, আব্দুল করিম খান সহ অজ্ঞাত ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইব্রাহিম খানের উপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষরা ইব্রাহিম খানকে ধাড়ালো দা দিয়ে কুপিয়ে ও লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরত্বর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে পুলিশের সহায়তায় বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয় । বর্তমানে আহত ইব্রাহিম খান শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।