নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ঝুলন্ত অবস্থায় রিয়া মনি নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টায় খবর পেয়ে নগরীর কাকলীর মোড় এলাকার সিটি মার্কেটের ছাদ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেন পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে নেশাদ্রব্য জিনিসপত্র পাওয়া যায়।
জানা যায়, নিহত ওই কিশোরী নগরীর পলাশপুর এলাকার রিকসা চালক সোহরাব খানের মেয়ে। সে নগরীর বিবির পুকুর পাড়সহ বিভিন্ন এলাকায় ভবগুরে ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুল করীম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিমে প্রেরণ করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা বলতে পারবো ঘটনাটি কি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।