ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

সিমাগো র‍্যাংকিং-এ আরো দশ ধাপ পেছালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইন্সটিটিউশন ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন-এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে র‍্যাংকিং প্রকাশ করে। সার্বিকভাবে র‍্যাংকিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% দিয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের ৩০১৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়।

এতে বাংলাদেশের মোট ৩৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এবছর(২০২৩) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৮তম। গতবছর(২০২২) এই প্রতিষ্ঠানটির র‌্যাংকিংয়ে জবির অবস্থান ছিল ১৮তম। ২০২১ সালে অবস্থান ছিল ১৭তম।

সিমাগো র‍্যাংকিং-এর গত ৩ বছরের পর্যালোচনায় জগন্নাথের সার্বিক অবস্থান ৬৮৯৭তম ২০২১ সালে, ৬৭৯২তম ২০২২ সালে এবং ৬৯০৪তম ২০২৩ সালে। সিমাগো ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৩ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থান দেশে ২৮তম বাংলাদেশের মধ্যে।

রসায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২২ সালে বাংলাদেশে ১ম হলেও এবছর পিছিয়েছে ১৩ ধাপ। রসায়নে বাংলাদেশের গতবছরের স্থান হারিয়ে জগন্নাথ এখন ১৪তম পজিশনে।

সিমাগো র‍্যাংকিং অনুযায়ী ২০২৩ সালে গবেষণায় দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে-
১. বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম
২. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)
৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যলয় (সিকৃবি)
৫. সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
৭. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)
৮. ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
৯. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)
১০. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।