পিরোজপুর প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-স্বরূপকাঠী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ইসহাক আলী খান পান্না সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ এর সভাপতিত্বে সভায় ইসহাক আলী খান পান্না বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতি করি।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলি। বেশীরভাগ সময় এলাকার জনসাধারনের সাথে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে যখনই যে বিষয়ে আমার সামনে এসেছে আমি শতভাগ চেষ্টা করেছি বেশীরভাগ ক্ষেত্রে সফলও হয়েছি যা কাউখালীবাসী জানেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পূর্বেই বলেছি আমি জনগণের রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে চলি। পিরোজপুর-২ আসনে তিনি যাকে মনোনয়ন দিবেন আমি তার জন্য কাজ করব। যার নিদর্শন আমি বার বার রেখেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিনিয়র আওয়ামীলীগ নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, শাহজাদী রেবেকা চৈতী, আওয়ামীলীগ নেতা শাহ মোঃ কাইউম, আমিনুর রশিদ মিল্টন, অলোক কর্মকারসহ আওয়মীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।