ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

জাপার দুই হেভিওয়েট নেতাকে দল থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১২, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টির (জাপা) দুই হেভিওয়েট নেতাকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে তাদেরকে নিজ নিজ পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফিরোজ রশীদ সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সুনীল শুভ রায় দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

জাপা সূত্র জানায়, জাপার চেয়ারম্যান এবং মহাসচিবের পদত্যাগ চেয়ে বুধবার দলটির বনানী কার্যালয়ে বিক্ষোভ করেন পার্টির নেতাকর্মীরা।

দলের ভেতর স্বেচ্ছাচারিতা, মনোনয়ন বাণিজ্য এবং স্বজনপ্রীতির অভিযোগে জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুর অপসারণ দাবি করেন তারা। এসব ঘটনায় কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে দায়ী করে তাদের সকল পদ-পদবি থেকে শুক্রবার অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।