হিজলা প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি – এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা’র তত্ত্বাবধানে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মেলার লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে মেলা উপলক্ষ্যে আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। মেলায় সরকারি হিজলা কলেজ, সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়, বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়, মাউলতলা মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেছেন। আলোচনা সভার শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।