ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

বরিশালের তিন উপজেলায় ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদন
মে ২০, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরিশালের তিন উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলার বানারীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আজ বেলা ১১টা থেকে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর পর্যন্ত প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এসময় প্রার্থী ও তাদের সমর্থক সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন, উজিরপুরে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন এবং বাবুগঞ্জে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবার নির্বাচনে বানারীপাড়ার ৮ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন। উজিরপুরে ৯ টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৮৭, নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৮৬৯ জন ও ১ জন হিজড়া এবং বাবুগঞ্জে ৬ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।