পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে স্ট্রোক করে মারা গেছেন মো. আলতাফ হোসেন (৫৬) নামে একজন সহকারী প্রধান শিক্ষক। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষকদের বসার কক্ষে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার(২৬জুন) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ওই বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আলতাফ হোসেন শ্রেণিকক্ষে পাঠদান শেষ করে অফিস কক্ষে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।