ইমরান হোসেন বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড কালাকাজী সড়ক মোহাম্মাদীয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মোহাম্মাদীয়া জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে ১৭ই জানুয়ারি (বাদ আছর) শনিবার একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ্ব ড. মাওলানা মোঃ আবুবকর ছিদ্দীক- অধ্যক্ষ বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল ও খতিব বায়তুল আমান জামে মসজিদ গুঠিয়া বরিশাল এবং ধর্মীয় আলোচক বাংলাদেশ বেতার বরিশাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা মোঃ মুনিরউদ্দিন আনোয়ারী- ইমাম ও খতিব কেন্দ্রীয় কারাগার জামে মসজিদ বরিশাল।
বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ মাইনুল হক- ধর্মীয় শিক্ষক কাশিপুর হাই স্কুল ও কলেজ বরিশাল। তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম- অধ্যক্ষ আনোয়ার উদ্দিন আলিম মাদ্রাসা বাবুগঞ্জ বরিশাল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান ইমাম ও খতীব মোহাম্মাদীয়া জামে মসজিদ। আরজগুজারে কাজী নুরুল ইসলাম সভাপতি মোহাম্মাদীয়া জামে মসজিদ।
