ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৬, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গড়ে তুলতে জনগণকে সর্বোচ্চভাবে যুক্ত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, নির্বাচন ও গণভোট না চাওয়া শক্তিগুলো সক্রিয় রয়েছে, তবে জনগণের অংশগ্রহণ বাড়লে তারা পরাজিত হবে।

শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেটের সার্কিট হাউজে সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজে কেফায়ার শামিল। রাষ্ট্র ও সমাজের স্বার্থে এ দায়িত্ব সবাইকে ভাগ করে নিতে হবে। তিনি বলেন, সংবিধানের কাঠামোগত ব্যাখ্যা নয়, বরং গণভোট মানুষের জীবনে কী পরিবর্তন আনবে—সেটিই জনগণের কাছে স্পষ্ট করা জরুরি।

নূরজাহান বেগম বলেন, “যারা নির্বাচন চায় না, তারা সর্বোচ্চ চেষ্টা করবে গণভোট ব্যর্থ করতে। এই অপচেষ্টা রুখে দিতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, জনগণ যত বেশি সম্পৃক্ত হবে, তত অশুভ শক্তির প্রভাব কমে আসবে।

তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, মাঠপর্যায়ে কাজ করার কারণে সাধারণ মানুষের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। এই যোগাযোগ কাজে লাগিয়ে গণভোটের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরতে হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমানসহ সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।