ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ওসমান হাদির ভাইকে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৬, ২০২৬ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তিনি যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারি নথিতে উল্লেখ করা হয়, এই নিয়োগ চুক্তিভিত্তিক হলেও কূটনৈতিক মিশনে রাষ্ট্রের প্রতিনিধিত্বমূলক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ তৈরি করবে। নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে যুক্ত হবেন।

এদিকে, ওমর বিন হাদির এই নিয়োগ এমন এক সময়ে সামনে এলো, যখন তার পরিবার সদ্য একটি নৃশংস হত্যাকাণ্ডের শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছে। গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় ওসমান বিন হাদিকে। তিনি মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এর কিছুদিন পর তার ভাইয়ের সরকারি নিয়োগের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।