- নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে শ্রমিক দলের পূর্বের কমিটি পুনর্বহালের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ত্যাগী নেতা-কর্মীরা। বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগে বিক্ষোভের পর বরিশাল জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্দেশে পূর্বের কমিটি পুনরায় বহাল করা হয়। গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে গঠিত আহ্বায়ক কমিটির (আহ্বায়ক সবুজ হাওলাদার, সদস্য সচিব বজলু হাওলাদার) বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পর এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন অনেক ত্যাগী নেতাকর্মী। তাদের দাবি, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে কোনো ধরনের সভা বা মতামত ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় বরিশাল জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নির্দেশে গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে উক্ত কমিটি স্থগিত করা হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি ২০২৫ তারিখে বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের কমিটি পুনর্বহাল করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বের সভাপতি রবিউল ইসলাম নয়ন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বাধীন কমিটিই বৈধ এবং তা বহাল থাকবে। এর আগে গত ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাবুল হাং কর্তৃক পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। পুনর্বহালের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ত্যাগী নেতাকর্মীরা জানান, রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের অবমূল্যায়ন করে গঠিত নতুন কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এ সিদ্ধান্তের মাধ্যমে দলের প্রতি আস্থা ও একতা পুনরুদ্ধার হয়েছে বলে জানান তারা। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার জানান, দলের গঠনতন্ত্র ও নীতি অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিভ্রান্তি এড়াতে সবার অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।