বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের প্রকৌশল শাখার স্মারক নং-৪৪.০৩.০০০০.০২৩.৭৫.১০৬. ২৪-২০৭৬, তারিখঃ ২৪/১১/২০২৪ খ্রিঃ এবং অত্র দপ্তর স্মারক নং-৪৪.০৩.১০০৬:০০২.১০.০০১.২৫-৩৮৮, তারিখঃ-০২/০৩/২০২৫ খ্রিঃ মোতাবেক বাবুগঞ্জ উপজেলার মডেল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সম্মুখে পুরাতন জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে অপসারণ করা ও উদ্ধারকৃত মালামাল নিলামে বিক্রয় করা হবে। উক্ত নিলাম ডাকে অংশগ্রহণে আগ্রহী ক্রেতাগণকে অগামী ১২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বাবুগঞ্জ, বরিশালে উপস্থিত থেকে নিলামে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
১। আগ্রহী ক্রেতাগণ উক্ত দিনে নিলামে অংশগ্রহণের পূর্বে পুরাতন ভবনটি পরিদর্শন করতে পারবেন।
২। সর্বোচ্চ দর-দাতাকে এ দপ্তরের কার্যাদেশ প্রাপ্তির পর সম্পূর্ণ নগদ অর্থ পরিশোধ করে মালামাল সংগ্রহ করতে হবে।
৩। কর্তৃপক্ষ যে কোন কারণ ব্যতিরেকে নিলাম কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।