ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিরনিদ্রায় মসজিদে নববীর প্রিয় মুয়াজ্জিন, শোক মুসলিম বিশ্বে

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৩, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মসজিদে নববীর আকাশে আজান ধ্বনিত হওয়া সেই পরিচিত কণ্ঠ আজ চিরতরে নীরব। পবিত্র মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সাল বিন আবদুল মালিক নোমান আর নেই। তার ইন্তেকালে মদিনা শরিফসহ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিদের কবরস্থান হিসেবে পরিচিত ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান ছিলেন মসজিদে নববীর অন্যতম দীর্ঘমেয়াদি মুয়াজ্জিন। ২০০১ সালে তিনি এই মহান দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হন এবং ২০২৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন। তার কণ্ঠে উচ্চারিত আজান বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ঈমানি শক্তি ও প্রশান্তি জুগিয়েছে।

পরিবারিকভাবেও তিনি ছিলেন এই ঐতিহ্যের ধারক। তার দাদা ও পিতা—উভয়েই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তার পিতা কিশোর বয়সেই আজানের দায়িত্ব পান এবং দীর্ঘ কয়েক দশক এই মহান খেদমত চালিয়ে যান।

মসজিদে নববীর সঙ্গে এই পরিবারের কয়েক প্রজন্মের সম্পর্ক ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সংশ্লিষ্ট আলেমরা বলেছেন, শেখ ফয়সাল নোমান শুধু একজন মুয়াজ্জিন নন, বরং ছিলেন বিনয়, তাকওয়া ও খেদমতের জীবন্ত প্রতীক।

তার ইন্তেকালে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি, আলেম-ওলামা ও ইসলামপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।