ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা-পরবর্তী বিএনপি: নেতৃত্ব, নির্বাচন ও তারেক রহমানের কঠিন পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে শুধু শোক নয়, বরং এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করেছে। তার অনুপস্থিতিতে বিএনপি এখন নেতৃত্ব, শৃঙ্খলা ও নির্বাচনী সক্ষমতার কঠিন পরীক্ষার মুখোমুখি।

দীর্ঘ অসুস্থতার পর গত মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ তার রাজনৈতিক প্রভাবের ব্যাপ্তি তুলে ধরে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

খালেদা জিয়া দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে না থাকলেও তিনি ছিলেন বিএনপির নৈতিক কেন্দ্র। দলের অভ্যন্তরীণ কোন্দল দমনে তার নামই ছিল চূড়ান্ত সমাধান। তার অনুপস্থিতিতে সেই প্রতীকী কর্তৃত্ব হারিয়েছে দল।

বিশ্লেষকদের মতে, এখন বিএনপির সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে তারেক রহমানের ওপর। ২০০৮ সাল থেকে দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটানোর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। তার ফিরে আসায় দলীয় বিভক্তির আশঙ্কা কিছুটা কমলেও তৃণমূল পর্যায়ে এখনও সংশয় রয়ে গেছে।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, “তারেক ইতিমধ্যেই ঐক্যবদ্ধ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ভোটাধিকার পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং ৩১ দফা সংস্কার এজেন্ডা তার নেতৃত্বের প্রমাণ।”

তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ সতর্ক করে বলেন, “তারেকের নেতৃত্ব এখনও পুরোপুরি পরীক্ষিত নয়। ফেব্রুয়ারির নির্বাচন তার জন্য ঠিক সেই রকম পরীক্ষা, যেমনটি একসময় খালেদা জিয়ার জন্য ছিল।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির চ্যালেঞ্জ আরও জটিল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিদলীয় রাজনীতির ভারসাম্য ভেঙে গেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান বিএনপির জন্য প্রতিযোগিতা বাড়িয়েছে।

কক্সবাজারের চকরিয়ার বিএনপি নেতা কামাল উদ্দিন বলেন, “সিনিয়র নেতাদের সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে তারেক রহমান তা সামাল দিতে পারবেন বলে আশা করি।”

এদিকে দলের ভেতরে শৃঙ্খলা রক্ষা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, “দল কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এসব মোকাবিলা করবে।”

কিশোরগঞ্জের বিএনপি সমর্থক দুলাল মিয়া বলেন, “তারেককে শুধু উত্তরাধিকার নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে।”

খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে এমন এক রাজনৈতিক বাস্তবতায় এনে দাঁড় করিয়েছে, যেখানে আবেগ নয়—নেতৃত্ব, শৃঙ্খলা ও গণরায়ই দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।