ডেস্ক রিপোর্ট ॥ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিএনপি ও দেশের মানুষের আবেগঘন ভালোবাসায় অভিভূত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, আজ মানুষের অকৃত্রিম ভালোবাসায় তিনি অনুভব করছেন—পুরো বাংলাদেশই যেন তার পরিবারে পরিণত হয়েছে।
গভীর শোকের সঙ্গে তিনি জানান, তার প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এই শূন্যতা অপূরণীয় হলেও দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি ও সহমর্মিতা তাকে মানসিক শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান তার পোস্টে প্রয়াত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে। লক্ষ মানুষের সম্মিলিত উপস্থিতি প্রমাণ করেছে—বেগম খালেদা জিয়া শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির এক অভিভাবকস্বরূপ ছিলেন।
তিনি বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিদের সমবেদনা প্রকাশের বিষয়েও কৃতজ্ঞতা জানান। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সশরীরে উপস্থিতিকে তিনি আন্তরিক সম্মান ও সহমর্মতার নিদর্শন হিসেবে আখ্যা দেন।
তারেক রহমান বলেন, তার মা আজীবন মানুষের সেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। সেই আদর্শ ও দায়িত্ব তিনি উত্তরাধিকার হিসেবে অনুভব করছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দায়বদ্ধতা ও একাগ্রতার সঙ্গে তিনি তার মায়ের অসমাপ্ত পথচলা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শেষে তিনি আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনা করেন এবং তার রেখে যাওয়া ত্যাগ, ভালোবাসা ও দেশপ্রেম থেকেই জাতি শক্তি ও ঐক্য খুঁজে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
