ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে প্রস্তুত সরকার, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি বা শান্তি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে নির্বাচন ছাড়াও বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম সংস্কার এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে নির্বাচনকে কেন্দ্র করে একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে বাংলাদেশের প্রচেষ্টাকে স্বাগত জানান।

শ্রম সংস্কার বিষয়ে তিনি বিশেষভাবে নতুন শ্রম আইনকে “ব্যতিক্রমধর্মী উদ্যোগ” হিসেবে উল্লেখ করেন। শ্রমিক নেতাদের বিরুদ্ধে পূর্বে করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের সিদ্ধান্তেরও প্রশংসা করেন তিনি।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, নতুন শ্রম অধ্যাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মানদণ্ড অনুযায়ী প্রণয়ন করা হয়েছে এবং দেশের শীর্ষস্থানীয় শ্রমিক নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মানবিক সহায়তা প্রদানকারী দেশ। তিনি এ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।