ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) এই শোক পালিত হবে। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

প্রধান উপদেষ্টা মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেন, দেশের জন্য দীর্ঘ রাজনৈতিক অবদানের কারণে খালেদা জিয়াকে জাতি চিরকাল মনে রাখবে। দেশের এই অপূরণীয় ক্ষতির দিনে মানুষকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করা খালেদা জিয়ার প্রয়াণে রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোক পালন ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো এই সময়ে শ্রদ্ধা ও দোয়া জানাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।