ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে আয়েশা হত্যা মামলায় নতুন মোড়, মানববন্ধন বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১২, ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ রাঙ্গাবালীর আলোচিত আয়েশা মনি হত্যা মামলায় ভিন্ন মোড় এনে বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া রুবেল প্যাদার ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

সোমবার দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আয়েশার বাবা বাবুল প্যাদার মুক্তি ও খুনি রুবেল প্যাদার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলার প্রধান আসামি রুবেল প্যাদা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আয়েশার বাবাকে হত্যার নির্দেশদাতা হিসেবে জড়ানো হয়েছে। বক্তাদের অভিযোগ, প্রকৃত অপরাধী রুবেল নিজেকে রক্ষা করতেই বাবুল প্যাদার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন।

নিহত আয়েশার মা এসমোতারা বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। একজন বাবা কখনো নিজের সন্তানকে হত্যা করতে পারে না।’ তিনি জানান, সৌদি আরবে থাকাকালীন তার স্বামীই সন্তানদের লালন-পালন করেছেন। তিনি বাবুল প্যাদার নিঃশর্ত মুক্তি এবং রুবেল প্যাদার ফাঁসি দাবি করেন।

মামলার বাদী সাথী বেগম বলেন, সঠিক তদন্ত ছাড়া একজন নির্দোষ মানুষকে কারাগারে রাখা হয়েছে। তারা প্রকৃত হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চান।

মানববন্ধনে আয়েশার ভাই শাকিল প্যাদা, বড় বোন কুলসুম, সহপাঠী ছোঁয়া মনি, প্রতিবেশী ন্নানু হাওলাদারসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। তারা দ্রুত রহস্য উদঘাটনের আহ্বান জানান।

উল্লেখ্য, রাঙ্গাবালীর মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি নিখোঁজের দুই দিন পর ৪ জানুয়ারি নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। ঘটনায় আটক রুবেল প্যাদা হত্যার দায় স্বীকার করলে তার বক্তব্যের ভিত্তিতে বাবুল প্যাদাকে গ্রেফতার করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।