ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৫, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে মামলা না করার সিদ্ধান্ত সংবিধানসম্মত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ অনুমোদন পেয়েছে। এই আইনের মাধ্যমে জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধ আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের কারণে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, সরকার তা প্রত্যাহার করবে। পাশাপাশি নতুন করে কোনো মামলা দায়েরের সুযোগও বন্ধ থাকবে।

আইন উপদেষ্টা জানান, বর্তমানে সরকার খতিয়ে দেখছে—জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না। যদি প্রমাণ পাওয়া যায় যে প্রতিশোধমূলক উদ্দেশ্যে মামলা হয়েছে, তবে তা আইন অনুযায়ী বাতিল করা হবে।

গত ৮ জানুয়ারি দেওয়া এক ফেসবুক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল উল্লেখ করেন, জুলাই বিপ্লবের বীররা জীবনবাজি রেখে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। শেখ হাসিনার সরকারের সময় সংঘটিত নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের প্রতিরোধমূলক ভূমিকা ছিল ন্যায্য ও সময়োপযোগী।

তিনি আরও বলেন, এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে সংসদকে দায়মুক্তি আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়েও এ ধরনের আইনের নজির রয়েছে।

আন্তর্জাতিক পরিসরেও গণ-অভ্যুত্থানের পর বিপ্লবীদের সুরক্ষায় দায়মুক্তি আইন প্রণয়নের উদাহরণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আরব বসন্তসহ বিভিন্ন দেশে বিপ্লব-পরবর্তী সরকারগুলো এমন আইন করেছে বলেও জানান আইন উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।