ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে ১০টি রাজনৈতিক দল ২৫০ আসনে সমঝোতায় পৌঁছেছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী গঠিত জোটের নাম রাখা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। ইসলামী আন্দোলন বাংলাদেশকে এই জোটে রাখার আশায় তাদের জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে।
সভা সূত্রে জানা যায়, আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৫০ আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ইসলামী আন্দোলনের সঙ্গে চূড়ান্ত সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় এই জোটের রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং জনগণের মধ্যেও প্রত্যাশা তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। মতভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত ঐক্য অটুট রাখার চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ৩০০ আসনেই জোটের প্রার্থী থাকবে, কোনো দল এককভাবে প্রার্থী দেবে না। সবাই পরস্পরকে সহযোগিতা করবে।
বৈঠকে অংশ না নেওয়ার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, বৈঠকের বিষয়টি তারা সকালে জানতে পেরেছেন, ফলে প্রস্তুতি নিয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং আলাদা হওয়ার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান তিনি।
সভায় জামায়াত, খেলাফত মজলিস, এনসিপি, এবি পার্টি, জাগপাসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন। রাজনৈতিক অঙ্গনে এই সমঝোতাকে আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।
