ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। চারটি প্রতিষ্ঠানের যৌথ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ পরিচালিত হয় ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত, দেশের ৬৪ জেলা ও ২৯৫টি আসনের মোট ২২,১৭৪ জন ভোটারের অংশগ্রহণে।
ফলাফল অনুযায়ী, বিএনপি ৩৪.৭ শতাংশ, জামায়াত ৩৩.৬ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি ৭.১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১ শতাংশ এবং অন্যান্য দল ৪.৫ শতাংশ ভোট পেতে পারে।
বিএনপির সমর্থকরা দলকে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে সমর্থন করছেন। জামায়াত সমর্থকেরা সততা ও কম দুর্নীতিগ্রস্ত হওয়াকে প্রধান কারণ উল্লেখ করেছেন। জাতীয় নাগরিক পার্টি সমর্থনের ক্ষেত্রে ৩৬.৭ শতাংশ ভোটার জুলাই বিপ্লবের ভূমিকা উল্লেখ করেছেন।
জরিপে ১৭ শতাংশ ভোটার সিদ্ধান্তহীন। তাদের মধ্যে ৩০.১ শতাংশ ভোটার কোনো দল বিশ্বাস করছেন না, এবং ৩৮.৬ শতাংশ ভোটার কোনো মন্তব্য দেননি। তারা চূড়ান্ত নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন।
শফিউল আলম বলেন, ভোটাররা প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন ও ন্যায়বিচারের প্রতি জোর দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লন্ডনের প্রফেসর মুশতাক খান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন এ.কে.এম. ওয়ারেসুল করিম এবং বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরু।
