নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে অনুষ্ঠিত সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন, “নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গেছে। তবে নির্বাচনে কিছু শঙ্কা এখনও আছে। এটি ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও প্রার্থীরা। তারা যদি উত্তেজনা কমান, সহিংসতা না ঘটান এবং অপকৌশল পরিহার করেন, নির্বাচন সুষ্ঠু ও ঝুঁকিমুক্ত হবে।”
সংলাপে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সুশাসন নিশ্চিত না হলে জনগণকে প্রতি নির্বাচনের সময় আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে।
সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা জানান, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্রকে কার্যকর করতে হলে শক্তিশালী, স্বচ্ছ ও স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।
ড. বদিউল আলম আরও বলেন, নির্বাচনী পরিবেশকে নিরপেক্ষ রাখতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। তিনি উল্লেখ করেন, নির্বাচনে সততা, শান্তি ও ন্যায্যতার ওপর জোর দিলে দেশের রাজনৈতিক প্রক্রিয়া দৃঢ় হবে।
সংলাপে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতা ও প্রার্থীরা নির্বাচন ব্যবস্থার শক্তিশালীকরণ ও রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব সম্পর্কে নিজেদের মতামত দেন। তারা একমত, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য।
