পটুয়াখালী প্রতিনিধি ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় প্রথমবারের মতো রোবোটিকস IROC Bangladesh Robotics Workshop–2026 শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুয়াকাটা পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় রবিবার সকাল ১০টায় আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ নিয়াজ মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন সাদেক বলেন,বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতের নেতৃত্ব দেবে প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই ধরনের রোবোটিকস প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাইউম হোসেন, মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ বিল্লাহ, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন মিয়া, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) মোঃ রুহুল আমিন, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহ সানাউল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান, কর্মশালাটি একাধিক ব্যাচে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতিটি ব্যাচের সেরা প্রশিক্ষণার্থীকে রোবট তৈরির বেসিক কিট উপহার দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
উপকূলীয় অঞ্চলে প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
