ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘মোস্তাফিজ খেললে ঝুঁকি, জার্সি পরলেও সমস্যা’—আইসিসির চিঠিতে ক্ষুব্ধ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১২, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ আইসিসির নিরাপত্তা বিভাগের একটি চিঠিকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিঠিতে মোস্তাফিজুর রহমানের দলে থাকা, সমর্থকদের জাতীয় জার্সি পরা এবং ভারতের নির্বাচন ঘনিয়ে আসাকে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিসির নিরাপত্তা টিমের এই চিঠি প্রমাণ করে যে ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপদ ক্রিকেট পরিবেশ নেই।

তিনি বলেন, “আইসিসি যদি মনে করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দেব, আমাদের সমর্থকেরা জাতীয় জার্সি পরতে পারবে না এবং ক্রিকেট খেলতে গিয়ে দেশের নির্বাচন পিছিয়ে দেব—তাহলে এর চেয়ে হাস্যকর ও অযৌক্তিক দাবি আর হতে পারে না।”

আসিফ নজরুল জানান, আইসিসির চিঠিতে তিনটি শর্তের কথা বলা হয়েছে, যেগুলো বাস্তবসম্মত নয়। তিনি স্পষ্ট করেন, এসব শর্ত মানা মানেই বাংলাদেশের ক্রিকেটের সার্বভৌমত্ব ও মর্যাদার সঙ্গে আপস করা।

ভারতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ক্রীড়া উপদেষ্টা বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড যদি বলে কোনো নির্দিষ্ট খেলোয়াড় সেখানে খেলতে পারবে না, তাহলে সেটি আইসিসির জন্য লজ্জাজনক।

তিনি বলেন, “ক্রিকেটের ওপর কোনো দেশের একচেটিয়া নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না।”

বিকল্প ভেন্যু নিয়ে তিনি বলেন, শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা সংযুক্ত আরব আমিরাতে খেলা হলে বাংলাদেশের কোনো আপত্তি নেই। এমনকি কলকাতার পরিবর্তে অন্য কোনো ভেন্যু হলেও সমস্যা নেই। তবে যেখানে খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, সেখানে বাংলাদেশ দল যাবে না।

সংবাদ সম্মেলনের শেষ দিকে তিনি জানান, আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠির একটি কপি সাংবাদিকদের দেওয়া হবে, যাতে সবাই বুঝতে পারে কেন ভারতে খেলার পরিবেশ নেই। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের নতি স্বীকার করবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।