ডেস্ক রিপোর্ট ॥ জুলাই জাতীয় সনদের প্রতি বিএনপির অবস্থান স্পষ্ট করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত সনদের প্রতিটি ধারা বাস্তবায়নে বিএনপি কোনো আপস করবে না। তিনি বলেন, জাতীয় ঐক্যের বাইরে বিএনপির কোনো রাজনৈতিক অবস্থান নেই।
বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলার আশরাফুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, তা কোনো আনুষ্ঠানিক কাগজ নয়—এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার। এই সনদের প্রতিটি প্রস্তাব আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।”
তিনি বলেন, বিএনপি জনগণের দল। মানুষের শান্তি, নিরাপত্তা, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই দলটির রাজনীতির মূল লক্ষ্য। এজন্য জাতীয় পর্যায়ে যেসব সংস্কার প্রস্তাব এসেছে, সেগুলো ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো টেকসই রাজনৈতিক সমাধান সম্ভব নয়। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লাহ গনির সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহসহ অন্যান্য অতিথিরা।
