ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৩, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া থানায় সাত রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধারের ঘটনায় মো. জাকির হোসেন মিঞা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত গুলির বৈধতা দেখাতে না পেরে তিনি তা ফেলে দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে জাকির হোসেন তার একটি পুরাতন স্টিলের আলমারি মেরামতের জন্য কাউনিয়া থানাধীন বিসিক এলাকার আকবরের দোকানে দেন। মেরামতের সময় আলমারির ভেতরে সাতটি আগ্নেয়াস্ত্রের গুলি দেখতে পান আকবর। তিনি স্থানীয় জাহাঙ্গীরকে বিষয়টি জানান।

জাহাঙ্গীর আলমারির মালিক জাকির হোসেনকে দোকানে ডেকে এনে গুলির বৈধতা জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গুলিগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

পরে জাহাঙ্গীর রাস্তার পাশ থেকে গুলিগুলো তুলে কাউনিয়া থানায় জমা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জাকির হোসেন ৭ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সাবেক বিসিসি কাউন্সিলর মামুনের অফিসে জাহাঙ্গীরকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার পর জাহাঙ্গীর ১২ জানুয়ারি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে একই দিন কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে জাকির হোসেন মিঞাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।