ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

এবার ফাঁসির পথে তেহরান, ট্রাম্পের কড়া হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৪, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমন করা হলেও দেশটি এখন আরও গভীর রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ, গ্রেপ্তার হয়েছেন অন্তত ১০ হাজার বিক্ষোভকারী।

ইরানের নিরাপত্তা বাহিনী ও এলিট ফোর্স আইআরজিসির কঠোর অভিযানের মাধ্যমে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা হয়। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নতুন করে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে।

বিক্ষোভ চলাকালে ইরানের বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা সরকারের পতনের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর দাবিও জানান। এসব কর্মকাণ্ডকে রাষ্ট্র ও ইসলামবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয় সরকার।

তেহরান দাবি করেছে, এই আন্দোলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি মদদ দিয়েছে। ফলে বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করে কঠোরতম শাস্তির ঘোষণা দেওয়া হয়।

এরই মধ্যে পশ্চিমা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে ফাঁসিতে ঝোলানোর প্রস্তুতি শেষ করেছে ইরান। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) এই ফাঁসি কার্যকর হতে পারে। এটি হলে চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো বিক্ষোভকারীর প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের নজির স্থাপন হবে।

এই খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে। সিবিএস ইভনিং নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে পারে যা অতীতে ভেনেজুয়েলা বা আইএস নেতার বিরুদ্ধে নেওয়া হয়েছিল।

শুধু হুমকিতেই থেমে থাকেননি ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠিন মূল্য চোকানোর বার্তা দেন। একই সঙ্গে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করার ঘোষণাও দেন।

ট্রাম্পের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্রের পরিচিত সরকার পরিবর্তনের কৌশল বলে মন্তব্য করেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের এই হুমকি ও কল্পনা আবারও ব্যর্থ হবে এবং ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করবে।

বিশ্লেষকদের মতে, বিক্ষোভ দমন, মৃত্যুদণ্ড ও মার্কিন হুমকি—সব মিলিয়ে ইরানকে ঘিরে নতুন করে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।